সোনারগাঁয়ের খবর

এখনো অনিশ্চিত সোনারগাঁও জাদুঘরের মাসব্যাপী লোকজ মেলা!

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সকল প্রস্তুতি ঠিকঠাক মতো সম্পূর্ণ হলেও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা। হঠাৎ করে করেনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে এবার মেলা হবে কিনা, যদিও হয় কিভাবে হবে, নাকি হবে না তা নিয়ে শংশয় প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। তবে মেলা উপলক্ষে দোকান বরাদ্ধসহ লোকজ সাজসজ্জা, কর্মরত কারুলিল্পীদের নির্বাচন, বাঁশের স্টেজ তৈরীসহ অফিসিয়ার সকল প্রস্তুতি শেষ করেছেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ অন্যান্য বছরের ন্যায় প্রথমে আগামী ১৪ই জানুয়ারী মেলা অনুষ্ঠানের ঘোষনা দিয়ে পরে তা পরিবর্তন করে ২১ তারিখ ঘোষনা করে। পরবর্তি তারিখে মেলা অনুষ্ঠানের ঘোষনা দেওয়ার পর এখনও মন্ত্রণালয়ের কোন নির্দেশ না পাওয়ার কারণে নির্ধারিত সময়ে মেলা করতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চতা কাটছেনা।

এ ব্যাপারে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল হুসাইন জানান, বাংলাদেশ লোক ও কারুশিল্প মেলার সকল প্রস্তুতি গ্রহন করেছি। আমরা প্রথমে ১৪ই জানুয়ারী পরে ২১ই জানুয়ারী তারিখ নির্ধারণ করছিলাম। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মন্ত্রনালয় থেকে মেলা অনুষ্ঠানের কোন চিঠি পাইনি। মন্ত্রনালয়ের নির্দেশনা পাওয়া মাত্র দাওয়াত কার্ডসহ অন্যান্য কার্যক্রম শুরু করবো। তাছাড়া মেলা উপলক্ষে আমরা মেলার অন্যান্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছি। স্টল বরাদ্ধ, লোকজ সাজসজ্জা, কর্মরত কারুলিল্পীদের নির্বাচন, বাঁশের স্টেজ তৈরীসহ অফিসিয়ার সকল প্রকার কার্যক্রম শেষ করে এখন মন্ত্রনালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। আশা করছি খুব শ্রীঘ্রই এ ব্যাপারে মন্ত্রনালয়ের নির্দেশনা পেয়ে যাবো।

Related Articles

Back to top button