সত্যের সাথে অবিচল এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার স্থানীয় সাংবাদিকদের নিয়ে সোনারগাঁ মডেল প্রেসক্লাব এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৮ ফেব্রয়ারী রবিবার সকাল ১০টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় হাজী জালাল টাওয়ারের ৩য় তলায় অবস্থিত সোনারগাঁ মডেল প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ের সোনারগাঁ মডেল প্রেস ক্লাবের সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা শেষে উক্ত কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তর মেঘনা উপজেলা প্রতিনিধি ও আজকের সোনারগাঁ ডটকম এর সম্পাদক জনাব ফারুক হাসানকে সভাপতি, দৈনিক আমাদের অর্থনীতী পএিকার গাজী আলমগীর হোসেন কে সহসভাপতি, দ্য নিউনেসন, বিবিসি ডট কম এর সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়ের পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোহাম্মদ শাহজালাল মিয়াকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক অগ্নিশিখা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো: নাজিম উদ্দিন মোল্লা কে অর্থ সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আলআমিন কবির কে দপ্তর সম্পাদক, দৈনিক গরবো বাংলাদেশের সোনারগাঁ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামকে প্রচার সম্পাদক, আওয়ার টাইমের নির্বাহী সদস্য আরমান মেরাজকে সদস্য, দৈনিক সচেতন এর মোহাম্মদ কাজী ইকবালকে সদস্য, দেশের নিউজের মোহাম্মদ তৌরব হোসেনকে সদস্য, আজকের সোনারগাঁও ডট কম এর মোহাম্মদ সানাউল্লাহকে সদস্য, বিবিসি প্রেসের তৌফিক আহমেদি ইবুকে সদস্য, মেঘলা টিভির নুরুল হক নুরকে সদস্য, বিবিসি প্রেসের মোঃ শরীফ হোসেনকে সদস্য, সোনারগাঁ টাইমস২৪ ডট কম এর স্টাফ রিপোর্টার মোঃ মামুনকে সদস্য, সোনারগাঁ টাইমস২৪ ডট কম এর পৌরসভা প্রতিনিধি অলি আহমাদকে সদস্য, ডিএমসি নিউজ এর সোনারগাঁ প্রতিনিধি মোসাম্মৎ মারিয়া ইসলামকে সদস্য, দৈনিক ভোরের আকাশের সোনারগাঁ প্রতিনিধি মোঃ রইস উদ্দিন রিপনকে সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।