সোনারগাঁয়ে ৪ ইউপিতে নৌকার মাঝিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৪ ইইউনিয়নে নৌকার মাঝিকে বিনাদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করা হয়েছে। গতকাল ১২ নভেম্বর শুক্রবার নির্বাচন কমিশনার স্বাক্ষরিত ঘোষনা পত্রের মাধ্যে তাদেরকে বিনাদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করা হয়।
পিরোজপুর, বারদী, সনমান্দি ও কাঁচপুর ইউনিয়নে নৌকা প্রতিকের বিরুদ্ধে কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার মোঃ ইউসুফুর রহমান তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, সোনারগাঁ উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন হবে। গতকাল শুক্রবার প্রতিক বরাদ্দের দিন, পিরোজপুর ইউনিয়নের নৌকার মাঝি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউনিয়নের নৌকার মাঝি মোশারফ হোসেন, বারদী ইউনিয়নের নৌকার মাঝি মাহবুবুল রহমান বাবুল ও সনমান্দি ইউনিয়নের নৌকার মাঝি জাহিদ হাসান জিন্নাকে নির্বাচন কমিশনার স্বাক্ষরিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষনা পত্র তুলে দেন।