সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে ২০৮ টি পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় ২০৮ টি পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
রবিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ভিজিএফ চাউল বিতরণ করেন। পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ২০৮ টি পরিবারের মাঝে ভিজিএফ-এর ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এ উপস্থিত ছিলেন-পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব সুমন, ইউপি মহিলা সদস্য নাছিমা আক্তার, রুনা আক্তার, জাকিয়া সুলতানাসহ অন্যান্য ইউপি সদস্যরা।
এ সময় ইঞ্জিনিয়ার মাসদুর রহমান মাসুম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এ উপহার পাঠিয়েছেন।
আগামী দিনগুলোতেও আপনাদের জন্য আবারও প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেব ইনশা আল্লাহ।