সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মনসুর আলী (৬০) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে মেঘনাঘাট টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুর আলী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর গ্রামের মৃত মোঃ আলীর ছেলে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম জানান, মেঘনাঘাট টোলপ্লাজার সামনে মনসুর আলী অটোরিক্সা নিয়ে উল্টোপথে আসছিল। এমন সময় অজ্ঞাত একটা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে বলে জানান ওসি সাজ্জাদ করিম।