সোনারগাঁয়ে মইনীয়া যুব ফোরামের ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁয়ে মইনীয়া যুব ফোরাম সোনারগাঁ শাখার উদ্যোগে দারিদ্র্য ও অসহায় পরিবারের মাজে ঈদ সামগ্রী বিতরণ করেছে। রবিবার সন্ধায় ঘরে ঘরে পৌঁছে দেয়াহয়।
দৈনিক গণকন্ঠ গজারিয়ায় প্রতিনিধি সাংবাদিক সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরাম সোনারগাঁ শাখার সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সালেক।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সালেক বলেন, মইনীয়া যুব ফোরাম ইসলামিক এবং সম্প্রীতি পূর্ণ আদর্শবান একটি সংগঠন, এ সংগঠন থেকে মানব সেবার শিক্ষা পাওয়া যায়, তিনি আরো বলেন কিশোর- কিশোরী নতুন প্রজন্মকে মানব সেবায় অনুপ্রাণিত করতে হবে।
অনুষ্ঠানে মেহমান ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেন, মইনীয়া যুব ফোরাম কালীগঞ্জ সভাপতি মাসুম মিয়া, মইনীয়া যুব ফোরাম সোনারগাঁয়ের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আজাদ, সিপন মিয়া, স্বপন মিয়া, জাকির, রিয়াদ, ইকবাল সহ জামপুর ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের সদস্যবৃন্দ।