সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধার ছেলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরিফ হোসেন (৩০) নামের এক লম্পটকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণকারী আরিফ উপজেলার মহজমপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিনের ছেলে।
এ ঘটনায় পুলিশ ধর্ষক আরিফ ও ওই শিশুটিকে উদ্ধার করে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে আরিফ হোসেন ওই শিশুকে ফুসলিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর আর্তচিৎকারে আশেপাশের মহিলারা এগিয়ে আসলে সে পালানোর চেষ্টা করে। এ ঘটনা শুনে শিশুর চাচা ধর্ষণকারী আরিফের কাছে জানতে চাইলে ধর্ষণকারীর কাছে থাকা দা দিয়ে ওই শিশুরা চাচাকে আঘাত করে। পরে এলাকাবাসী এসে শিশুটিকে উদ্ধার ও ধর্ষণকারী লম্পট আরিফকে আটক করে গাছের সাথে বেধে রেখে গণধোলাই দেয়। পরে ধর্ষনকারী আরিফকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগেও আরিফ আরেকটি ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আবু সাঈদ পিয়াল জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।