সোনারগাঁয়ে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ছাত্রদলের দোয়া মাহফিল
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
পূর্বে নির্ধারিত কর্মসূচী হওয়ায় গতকাল শুক্রবার বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান বাস্তবায়ন করেছে ছাত্রদল।
সোনারগাঁ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে পৌর এলাকার দত্তপাড়ায় এই মিলাদ মাহফিল বাস্তবায়ন করেছে তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া। সোনারগাঁ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার এর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আল আমিন, সহ- সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার, সহ- সাধারণ সম্পাদক হাসনাত, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাহ্জালাল ও তাইজুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রনি, ফজলে রিমন ভূঁইয়া, ইয়াসিন, আসাদ, মোহাম্মদ কবির, সাইদুল ইসলাম, কাউসার, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফারুক মোহাম্মদ রনি, সদ্স্য তালহা জুবায়ের, শ্রাবণ, সাগর, মোশারফসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড এর নেতৃবৃন্দ।