সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বাড়ীমজলিশ এলাকায় পবিত্র ঈঁদ-উল-ফিতর উপলক্ষ্যে স্বল্প আয়ের শ্রমজীবি মানুষদের মাঝে ঈঁদের উপহার সামগ্রী বিতরন করেছেন।
গতকাল বুধবার (২৭ এপ্রিল) সকালে খালেক আঞ্জুমান কিন্টারগার্ডেন স্কুলে প্রায় ২৫০ টি পরিবারের মাঝে এ ঈঁদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈঁদ উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ।
এসময় উপস্থিত ছিলেন,খালেক আঞ্জুমান কিন্ডার গার্টেন স্কুলের প্রিন্সিপাল কামাল মোল্লা, শিক্ষক মামুন মিয়া, এলাকার সমাজ সেবক পুলিন খন্দকার, মোঃ জজ প্রধান, জামান মিয়া, তপন মিয়া, স্বপন মিয়া, ইউপি সদস্য সাবিনা আক্তার, মেম্বার মানিক মিয়া,সমাজ সেবক আসাদ প্রধান, মোস্তফা মিয়া, সিপন মেম্বার, নুরে আলম মিয়া প্রমূখ।