নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইছাপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আফিফা আক্তার (২) ও মুনতাসির (২) নামের দুই শিশুর মৃত্যুর হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে পৌরসভার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুনতাসির সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকার মাইনউদ্দিনের ছেলে এবং অপর শিশু আফিফা আক্তার রুপগঞ্জের উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই-বোন।
নিহতের স্বজনরা জানান, সকালে দুই ভাই-বোন হাত ধরে উঠানে খেলা করছিল। খেলা করার সময় বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়।পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া না গেলে বাড়ীর কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ দেখতে পায়।
পরবর্তীতে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। পারিবারিকভাবে তাদের দাফন করা হয়েছে।