নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইমাম ও আলেমদের সাথে মতবিনিময় সভা করেছন বাংলাদেশ জামায়াতে ইসলাম সোনারগাঁ দক্ষিণ শাখা।
শুক্রবার সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিনের সেক্রেটারি মো. আশাদুল ইসলামের উপস্থাপনায় ও সভাপতি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. ইকাবাল হোসাইন ভূইয়া ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা রাকিব বিল্লাহ আড়াইহাজারী।
এ সভায় সোনারগাঁও পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেম এবং মাদ্রাসার মুহতামিম ও ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ ড. ইকাবাল হোসাইন ভূইয়া বলেন, দেশের মধ্যে ধর্ম নিয়ে কেউ যেন কোন ধরনের বিভ্রান্তি তৈরি করতে না পারে। সে জন্য মসজিদে মসজিদে ইমামরা গুরুত্ব সহকারে আলোচনা করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।