সোনারগাঁও প্রেস ক্লাব ও সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির মত বিনিময়
রবিউল হুসাইন, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে বুধবার বিকেলে ঢাকা সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রতিনিধি দল প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভা করেছে।
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা সোনারগাঁও পরিদর্শনে এসে এ মত বিনিময়ে যোগ দেন।
এ সময় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার সিনিয়র সাব এডিটর এম এম সালাউদ্দিন, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন ও অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন।
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সমিতির সভাপতি ইয়াছিন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম,যুগ্ম সম্পাদক লিখুন হোসেন, যুগ্ম সম্পাদক জয়েন্ত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক আকবর চৌধুরী।
এছাড়াও সমিতির মোট ১৮ জন সদস্য এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ক্যাম্পাস সাংবাদিকতা ও ফিচার সাংবাদিকতার নানা বিষয় সভায় তুলে ধরা হয়। পরে সোনারগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সদস্যদের।