শামীম ওসমানের মা-বাবা ও ভাইয়ের কবরে মাসুম-সালামদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বাবা একেএম সামসুজ্জোহা, মা নাগিনা জোহা এবং ভাই একেএম নাসিম ওসমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁও-বন্দর ও ফতুল্লা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বাররা। শনিবার মাসদাইর কবরস্থানে শায়িত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের প্রয়াত এ সদস্যদের কবরে ফুলেল শ্রদ্ধা জানান তারা। এছাড়াও আলীরটেক ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত মেম্বার, আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান।
জানাগেছে, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়নে জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়নে মাহবুবুর রহমান বাবুল ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের মোশারফ ওমর, মোগরাপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, মুসাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মাকসুদ, ধামগড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন শ্রদ্ধা জানান। কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল, বক্তবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন শ্রদ্ধা জানান।