রাজনীতিসোনারগাঁয়ের খবর
শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
সজীব হোসেন, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগ।
সূত্র মতে, ৩ মার্চ (শুক্রবার) মোয়াজ্জেম হোসেনকে সভাপতি, হোসেন শহীদকে সাধারণ সম্পাদক, বাবলু সরকারকে সিনিয়র সহ-সভাপতি ও রাশেদ আলমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে সংগঠনের প্যাডে আগামী ৩ বছরের জন্য শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত ও সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম।
এদিকে নবগঠিত কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শম্ভুপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আব্দুস সালাম সরকার।