সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাত মাদকাসক্ত ভাইয়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

মা বাবাকে মারধরের হাত থেকে বাঁচাতে মাদকাসক্ত বড় ভাইকে ছুরিকাঘাত করে ছোট ভাই, আর তাতে অতিরিক্ত রক্ষক্ষরণে বড় ভাই কিরণের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের জামপুর গুদারাঘাট গ্রামে শুক্রবার জুমা নামাজের পর কিরণ তার বাবা মাকে মাদকের টাকার জন্য অকথ্য ভাষায় গাল মন্দ ও ছুরি নিয়ে মারধর করতে যায়। এমন সময় তার তার সাথে দস্তাধস্তির হয় ছোট ভাই মেহেদী হাসান ও গাব্বারের। ধস্তাধস্তির এক পর্যায়ে কিরণের ছুরি তার পেটে দেবে যায়। ছুরিকাঘাতের ফলে তার দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় কিরণকে আড়াই হাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢামেকে নেওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনার পর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের শাহ জামালের ছেলে কিরণ (৩০) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। বিভিন্ন সময়ে মাদকাসক্ত হয়ে তার বাবা মাকে মারধর করে আহত করে। তার অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে ওই পরিবার। মাদকাসক্ত কিরণের অত্যাচার সহ্য করতে না পেরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। শুক্রবার জুমা নামাজের পর কিরণের মারধরে তার মায়ের হাত ভেঙ্গে যায়। এক পর্যায়ে কিরণ তার বাবাকে ছুরি নিয়ে মারধর করতে গেলে তার ভাই মেহেদী হাসান ও গাব্বা তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসে।

ঘটনার পর ওই বাড়ির লোকজন পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, নিহত কিরণ মাদকাসক্ত ও বিকৃত মস্তিষ্কের ছিল। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য মা বাবাকে মারধর করতো। মাদকের টাকার জন্য শুক্রবার দুপুরে ছুরি নিয়ে মারধর করতে গেলে ভাইদের সঙ্গে ধস্তাধস্তিতে ছুরিকাঘাতে আহত হয়। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button