নির্বাচনের খবর
শম্ভুপুরায় নৌকার ভোট চেয়ে আওয়ামীলীগ নেতাদের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
২৮ নভেম্বর সোনারগাঁ উপজেলার ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকে পক্ষে গণসংযোগ করছেন সাবেক এমপি কায়সার হাসনাত ও উপজেলা আওয়ামীলীগ নেতারা।
শনিবার সকাল থেকে দিনব্যাপী শম্ভুপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শম্ভুপুরা ইউপির প্রতিটি ভোটারকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান কালাম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান, সোনারগাঁ সরকারী কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম বাবু, মোগরাপাড়া ইউপি সদস্য মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।