মোগরাপাড়া ইউপি নির্বাচন;মনোনয়ন প্রত্যাহার ১ও ৪, খেলা হবে ৫ এ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১জন চেয়ারম্যান প্রার্থী ও সাধারন সদস্য পদে চার জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। আগামী ১৫ জুন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে খেলা হবে ৫ জন চেয়ারম্যান প্রার্থী মধ্যে।
বৃহস্পতিবার (২৭ মে) ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমান।
ইউসুফ-উর রহমান জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তবে আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী করিম আহাম্মেদ এবং সাধারন সদস্য পদে চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৫ জন, সাধারন সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করবেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহাগ রনি- নৌকা, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন- হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু- আনারস, মোঃ সুরুজ মিয়া- মোটরসাইকেল, রক্সী- ঘোড়া প্রতীক বরাদ্দ পান।
উল্লেখ্য: আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।