আর্ত মানবতার সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইনসানিয়াত ফাউন্ডেশন শাখার যাত্রা শুরু করেছেন।
শুক্রবার সকালে মোগরাপাড়া চৌরাস্তায় এর উদ্বোধন করেন অনুষ্ঠনের প্রধান অতিথি ইনসানিয়াত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হয়রিনুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক তানভীর হোসাইন।
এ সময় সোনারগাঁ উপজেলায় দ্বায়িত পালনের জন্য ড. আসগার ইবন হযরত আলীকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজুলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে লোক নিয়োগের নির্দেশ দিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।