মনোনয়নপত্র জমা দিলেন মেম্বার পদপ্রার্থী জামান মোল্লা
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
আসন্ন ২৮ই নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে আজ ২৮ই অক্টোবর মনোনয়ন ফরম জমা দিয়েছেন মো: জামান মোল্লা।
বৃহস্পতিবার (২৮অক্টোবর) উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন ।
এ সময় তার সাথে ৫নং ওয়ার্ডের গন্যমান্য ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে মেম্বার প্রার্থী জামান মোল্লা বলেন, আমি দীর্ঘদিন থেকে সুখে-দুখে আমার ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম করোনা মহামারি সময়ে আমি তাদের জন্য দিন রাত কাজ করেছি এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো।আমি জনগণের সেবক হতে চাই। আমি শতভাগ আশাবাদী ৫নং ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করে তাদের সেবা করার সুযোগ দিবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৮৭ তম কমিশন বৈঠক শেষে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশনার।
তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়ণপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোট গ্রহন আগামী ২৮ নভেম্বর।