বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সোনারগাঁয়ের আল হাবিব ইন্টা.ক্যাডেট মাদ্রাসা
নিউজ সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জের লাখ লাখ মানুষ। পানিবন্দী এসব মানুষের মাঝে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে সোনারগাঁওয়ের আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জ উপজেলার নয়াগাঁও গ্রামের বন্যাদুর্গত প্রায় ২০০ পরিবারকে চাল, ডাল, লবণ,ও শুকনো খাবার বিতরণ করেছে।
বুধবার (৩০ জুন) সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ উপজেলায় গিয়ে এসব খাবার বিতরণ করেন আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।
মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুর রহমান খাঁন বলেন, বর্তমান বন্যা পরিচিতর কারনে, মানবিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে, তারই ধারাবাহিকতায় আমরা আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং মানবিক বিপর্যয়ের সময় সুনামগঞ্জ পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছি আগামীতেও মানব সেবায় আমাদের এই প্রতিষ্ঠান পাশে থাকবে ইনশাআল্লাহ।