একটি অনলাইন নিউজ পোর্টালে গত ২৪ এপ্রিল “ভূমিদস্যু দূর্নীতি, চাঁদাবাজ আঃ হামিদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভুক্তভোগী নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর গোয়ালদী গ্রামের হাসান কেমিক্যাল এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও মসজিদ কমিটির সভাপতি আব্দুল হামিদ।
তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।
মুলত আমি একজন ব্যাবসায়ী সমাজ সেবক, আমি সহ আমার পরিবার সর্বদা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও দখলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমার বিরুদ্ধে এই অপপ্রচারের বিরুদ্ধেও আমি প্রতিকার চাইবো যাথা সময়।
ঐ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকের বক্তব্য : সংবাদটিতে উল্লেখিত অভিযোগের কপি প্রতিবেদকের কাছে আছে বলেই নিউজ করা হয়েছে।
ভুক্তভোগীদের বক্তব্য,অভিযোগের কপি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে নিউজ করা হয়েছে।
এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।