নির্মল রঞ্জন গুহ’র রোগ মুক্তি কামনায় স্বেচ্ছাসেবক লীগের নেতা আনিস এর উদ্যোগে দোয়া মাহফিল
সামির সরকার সবুজ, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আনিস এর উদ্যোগে দোয়া তোবারক বিতরণ করা হয়ে।
শুক্রবার ১৭ জুন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা আসিফ আহমেদ আনিস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবেক ভিপি জামির হোসেন রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহবুব সাজিদ, কামাল ভান্ডারী, এছাড়াও আরও উপস্থিত ছিলেন শিপু,রাসেল,রুবেল মাহমুদ, সাব্বির, শামিম,দিন ইসলাম, আল আমিন, কাউল, বজলুসহ নির্মল রঞ্জন গুহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত শেষে জনসাধারণের মাঝে তবারক বিতরন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ আহমেদ আনিস।
বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ বোরহান উদ্দিন।