নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা (এমপি’র) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন জাতীয় পার্টি এখন আর জোটের সঙ্গে বা কোনো দলের সঙ্গে নেই,জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (শুক্রবার ১৭ জুন) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সমরক্ষেত্র এলাকায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে
জি এম কাদের এ মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি জনগণের পাশে আছে। জনগণ পরিবর্তন চায়। জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশ পরিচালিত হবে, সেই বিষয়টি চিরস্থায়ী করার জন্য জনগণের পক্ষে রাজনীতিতে থাকবে জাতীয় পার্টি। আর যারা জনগণের পক্ষে থাকবে, সেটা যদি বিশ্বাসযোগ্য হয়—তাহলে তাদের সঙ্গেই জাতীয় পার্টি হাত মেলাবে।’
জিএম কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি পর্যায়ক্রমে সংবিধান সংশোধন করতে করতে এমন সংশোধন করেছে, এরপরে ক্ষমতায় যারা আসবে, সংবিধান রক্ষা করতে গেলে একনায়কতন্ত্র হিসেবে দেশ পরিচালনা করতে হবে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি একটি স্বতন্ত্র দল। কোনো দলের জন্য লেজুড়বৃত্তিক রাজনীতি করবে না। জাতীয় পার্টি নিজের নীতি নিয়ে কথা বলবে। বাংলাদেশের জনগণের যে মালিকানা ছিনতাই হওয়ার পথে, সেই মালিকানা ফিরিয়ে দেবে জাতীয় পার্টি।’
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক হয়েছেন সোনারগাঁ উপজেলার জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল। এছাড়া সভাপতি হয়েছেন বন্দর উপজেলা জাতীয়পার্টির ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু। জেলা কমিটি ঘোষনা করেন জাতীয়পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব ও সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, ৩-আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বেলাল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লা সানু, মহানগর সাধারণ সম্পাদক কাউন্সিলর আফজাল হোসেন, ও বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, সোনারগাঁ উপজেলার সকল ইউনিয়নের জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতৃবৃন্দ।