শহর

নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪

নিজস্ব নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জ সদর উপজেলায় রেল ক্রসিংয়ের সময় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এক নম্বর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক নম্বর রেলগেট এলাকা দিয়ে আনন্দ পরিবহনের একটি বাস পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে ঢুকছিল ট্রেনটি। ওই সময় এক নম্বর গেট এলাকায় ক্রসিংয়ের সময় কালীরবাজার থেকে আসা আনন্দ পরিবহনের একটি বাস সামনে পড়ে যায়। তখন ট্রেনটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

ওসি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button