নির্বাচনের খবর
দোয়া-আশীর্বাদ চেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে নৌকার মনোনীত প্রার্থী সোহাগ রনি
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচন কমিশনের শর্তের কারণে প্রার্থীরা ২৬ মের আগে আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারছেন না। তার পরও বসে নেই সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকার চেয়ারম্যানপদপ্রার্থী হাজী শাহ মো. সোহাগ রনি।
বুধবার বিকেলে ইউনিয়নের কাইকারটেক এলাকার ভোটারদের দোয়া-আশীর্বাদ নেওয়ার জন্য পাড়া-মহল্লা ও বাজার-ঘাটে ঘুরে, কখনো বাড়ি বাড়ি গিয়ে ব্যস্ত সময় কাটান তিনি।
নির্বাচনে এবার এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামীলীগের মনোনীত নৌকার চেয়ারম্যানপদপ্রার্থী হাজী শাহ মো. সোহাগ রনি বলেন, ২৬ মে’র আগে নির্বাচনী প্রচারণায় নামতে পারছি না। তবে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘরোয়াভাবে মতবিনিময় ও দোয়া-আশীর্বাদ চেয়ে সময় কাটাচ্ছি।