জমে উঠেছে সোনারগাঁ উপজেলার মূলধারার প্রেসক্লাব সোনারগাঁও প্রেস ক্লাবের নির্বাচন। সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৪ বছরের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবার সোনারগাঁও প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১১ পদের বিপরীতে মনোনয়ন বিক্রি হয়েছে ৩৪টি ও জমাও হয়েছে ৩৪টি।
আগামী ১৮ ডিসেম্বর শনিবার বিকাল ৩ টা থেকে ৫ পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে এই নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সোনারগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া।
নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক আবু বকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, এম এম সালাউদ্দিন ও ফজলে রাব্বি সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদের জন্য ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও সহ সভাপতি পদে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ৪ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সাংবাদিক কল্যান সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ৪ জন ও নির্বাহী সদস্য দুটি পদের জন্য ৬ জন।