রাজনীতি

কেন্দ্রীয় আ’লীগে পদ পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন- ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন লন্ডন প্রবাসী ও সোনারগাঁ উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।

গত সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর বৈঠক শেষে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওই দিন রাতেই দলের সভাপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি বার্তা দেন দেন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।

এ সময় তিনি আরো জানান, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার আন্তরিক ভালবাসায় আমি আপনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবই ধন্য আমি ধন্য ।

বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি বৃহৎ সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

Related Articles

Back to top button