আওয়ামীলীগ নেতা নুর আলম খান ও মাহবুব খানের ৪ সহযোগী গ্রেফতার
পত্রিকার পাতা থেকে, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রিলায়েন্স স্পিনিং মিল লি: এর প্রশাসনিক কর্মকর্তা মো. বোরহান উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বুধবার (১৫ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর রায়েরটেক রিলায়েন্স স্পিনিং মিল লি: এর সামনে থেকে চোরাইমালসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোর সিন্ডিকেটের সদস্যরা হলো নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর উত্তর পাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মো. আইয়ুব আলী (৪২), মো. নাছিরের ছেলে মো. পারভেজ (৩৪), নজরুল ইসলামের ছেলে মো. মমিন মিয়া (২৪) ও কাঁচপুর দক্ষিণপাড়া এলাকার জাকির হোসেন ছেলে মো. মাইন উদ্দিন (২৫)।
এ বিষয়ে সোনারগাঁ থানার এসআই পঙ্কজ কান্তি সরকার জানান, এই চক্রটি এলাকায় বিভিন্ন ভবন-টাওয়ার ও প্রতিষ্ঠানের অফিসের মূল্যবান সামগ্রী, ট্রাক-কাভার্ডভ্যান থেকে বিভিন্ন গার্মেন্টস পণ্য চুরি করতো ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই বাহিনী বিভিন্ন পরিবহন থেকে জ্বালানি তেল চুরি, পরিবহনে ছিনতাই ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাহবুব আলম স্যারের নির্দেশে ও আমার নেতৃত্বে একটি চৌকস টিম নিয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর রায়েরটেক রিলায়েন্স স্পিনিং মিল লি: এর সামনে থেকে তাদের হাতে-নাতে আটক করি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, গ্রেফতারকৃতরা সেভেন মার্ডার মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত প্রধান আসামী নূর হোসেনের শ্যালক নুর আলম খানের সহযোগী। এর আগে নুর আলম খানের অন্যতম সহযোগী মোমেন র্যাব-১১ এর হাতে একটি বিদেশী পিস্তল ও মাদকসহ গ্রেফতার হয়। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একডজন মামলা রয়েছে। টাইগার মোমেন ও গ্রেফতারকৃতরা নূর হোসেনের শ্যালক নুর আলম খান ও মাহবুব খানের শেল্টারে কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেলচুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।
‘মোমেন বাহিনী’ নামে পরিচিত এই বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এই সন্ত্রাসী বাহিনী গাড়ি হতে বিভিন্ন পরিবহন থেকে জ্বালানি তেল চুরি, পরিবহনে ছিনতাই ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান এ ঘটনায় একটি চুরির মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: সময়ের নারায়ণগঞ্জ।