আইভীর জন্য নান্নু’র কাছ থেকে টাকা দাবী খোকন সাহার, অডিও ফাঁস
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আইভীর নির্বাচনের জন্য উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর’রকাছে টাকা দাবী করেছেন এডভোকেট খোকন সাহা। ঘটনাটি কিছুদিন আগে ঘটলেও আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এডভোকেট খোকন সাহা ও রফিকুল ইসলাম নান্নুর অডিও টি ভাইরাল হতে দেখা গেছে।
সেখানে খোকন সাহা রফিকুর ইসলাম নান্নুকে ফোন করে আইভীর নির্বাচনের জন্য রফিকুল ইসলাম নান্নুকে ৫লাখ টাকা দিতে বলেন। ৩ মিনিটের এ অডিও’তে ফোনে এডভোকেট খোকন সাহা বলেন, হ্যালো নান্নু আমি আইভীর পক্ষে। শামীম ওসমানকে আইভীর প্রয়োজন। এখন তো টাকার প্রয়োজন আর তোমার পক্ষে তো কেউ নাই। আমি তো দলের জন্য কাজ করছি। নান্নু আমার তো টাকা লাগবো, টাকা লাগবো। তুমি কাল আমার পুরান কোটে আমার কার্যালয়ে। আর আইভীতো আমার মাইয়া তুমি জানো। কালকা ৫ লাখ টাকা পাঠাই দিবা। এসময় নান্নু বলেন আমাদের বৈদ্যেরবাজারে তো পশ্সু দিন নির্বাচন। তখন খোকন সাহা বলেন, আরে বৈদ্যেরবাজার বাদ দেও। আইভী আমার মাইয়া, কাল ৪টার সময় আমার চেম্বারে ৫লাখ টাকা পাঠাইয়া দিবা। তখন নান্নু বলেন আইভীতো আমার কিছু না আমি তো সিটিতে কোন কাজও করি না। তখন খোকন সাহা বলেন, আরে আমি তোমার কাজ করলা দিমু। কাল ৫লাখ টাকা পাঠাইয়া দিবা। আমি তোমাকে অনেক ভালবাসি অনেক পছন্দ করি। টাকা পাঠাইবা না পাঠাইবা এঁটা তোমার ব্যাপার। টাকা পাঠাইলে আমি তোমার সোনারগাঁয়ে কাজ করে দিমু। ক্লিয়ার কাট কথা কাল আমার চেম্বারে ৫লাখ টাকা পাঠাইয়া দিবা।