বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এ দেশে নজিরবিহীন উন্নয়ন যেমন করেছেন শেখ হাসিনা। এ দেশে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনও করবেন শেখ হাসিনাই। ফখরুল সাহেব, নির্বাচনে না এলে আমও যাবে, ছালাও যাবে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক বলতে বলতে শেষ। দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি, এরপর নিউইয়র্কে আরেক সেলফি। দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। আর কোনো বিদেশিদের কাছে পাত্তা না পেয়ে বিএনপি এখন ক্ষমতার জন্য আমেরিকার পেছনে ঘুরছে। ফখরুলকে কী স্বপ্ন দেখিয়েছে আমেরিকার। তবে ক্ষমতার স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই। দিল্লি বহু দূর। পিটার হাস সাহেব কী করবেন, ভিসানীতি দেবেন, কী করবেন নিষেধাজ্ঞা দেবেন? না, উচ্চ পর্যায়েও কথাবার্তা হয়ে গেছে। তলে তলে যখন সব ঠিক হয়ে গেছে। দৌড়াদৌড়ি করে কোন লাভ হবে না।
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। খেলা হবে। এখন কোয়ার্টার ফাইনাল। সামনে সেমিফাইনাল। ফাইনাল হবে জানুয়ারিতে। এখনই ক্লান্ত হলে চলবে না।
তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। আজিমপুরের গোরস্থানে গিয়ে দেখেন ভূতের খোজ পান কি না। গোরস্থান থেকে ফখরুল এখন ওই মরা লাশ টেনে আনছেন। মির্জা ফখরুলকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন হবে বাংলাদেশে। বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকলে এ দেশে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না।