l
তারুণ্যের সমাবেশে খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদলের অভাক করা শোডাউন।
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশ বাঁচাতে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে যুবদলের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে রাজধানীতে অভাক করা বিশাল শোডাউন করেছে জেলা যুবদল।
এসময়ে নারায়ণগঞ্জ যুবদলের নেতাকর্মীদের মুখে এক দফা দাবির শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজধানীর রাজপথ।
শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে তারুণ্যের সমাবেশকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর মৎস্য ভবনের সামনে জড়ো হতে থাকে।
পরে দুপুর ১টার দিকে জেলা যুবদলের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে মাথায় যুবদল লেখা লাল রঙের ক্যাপ পরিধান করে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অংশগ্রহণ করেন।