সোনারগাঁয়ে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সারাদেশের ন্যায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর বিভিন্ন বিদ্যালয় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পাঠ্যপুস্তক বিতরণ করেছেন প্রাথমিক ও মাধ্যমিক বই তুলে দেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বছরের দ্বিতীয় দিন রবিবার সকাল ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিক ভাবে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করেন, পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের প্রধান অথিতি উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
পাঠ্যপুস্ক বিতরণ অনুষ্ঠানে মেঘনা শিল্প নগরীর বিভিন্ন প্রাইমারি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও উপজেলা আ’লীগ নেতা মাসুম বিল্লা, ইউপি সদস্য হাজী সেলিম রেজা,ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহপ্রমুখ।