আড়াইহাজারে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আ’লীগের ৬ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ সমর্থিত ৬ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
তিনি আরো জানান, উপজেলার ফতেপুর, দুপ্তারা, ব্রাক্ষন্দী, বিশনন্দী, মাহমুদপুর এবং হাইজাদী ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ৬ জন হলেন- ফাতেহপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব, দুপ্তারা ইউনিয়নে স্থানীয় এমপি নজরুল ইসলামের ভাই মোঃ নাজমুল হক, ব্রাহ্মণদী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ লাক মিয়া, বিশনন্দী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমান উল্ল্যাহ ও হাইজাদী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আলী হোসেন।
প্রসঙ্গত আগামী ২৬ ডিসেম্বর আড়াইহাজার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।