ইলিশ মাছ প্রজজন সময়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ মিটার টোনা জাল ও ১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এসময় মাছ ধরার অপরাধে তিন জেলেকে জরিমানা করা হয়েছে।
সোনারগাঁ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে টোনা জাল ফেলে মাছ ধরার অপরাধে পাগলা কোষ্টগার্ড ও সোনারগাঁ উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে মেঘনা নদীর নুনেরটেক ও চরকিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ মিটার জাল জব্দ ও ১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মাছ ধরার অপরাধে এ সময় তিন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিভিন্ন মেয়াদে মামলা দায়ের করে ১৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, নারায়ণগঞ জেলা মৎস্য কর্মকর্তা, আয়নাল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া খান, নারায়ণগঞ্জ সদর মোসাঃ শাহরিয়ার সালমা।