সোনারগাঁয়ে ছাত্রলীগের পদ-পদবী নিয়ে দ্বন্দ্ব; ১জন গুরুতর আহত
মাজেদ ভূঁইয়া, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে ছাত্রলীগের পদ-পদবী নিয়ে দ্বন্দ্বের জের দরে সাদিপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মৃদুলকে কুপিয়ে রক্তাক্ত ও যখম করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত মৃদুল।
অভিযোগ থেকে জানাযায়, নয়াপুর কাঠালিয়া পাড়া গ্রামের মােঃ মঞ্জ সরকারের ছেলে মােঃআবু সুফিয়ান ওরফে নাঈম সরকার বংশগতভাবে একজন বিএনপি কর্মী হয়েও নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তার এই দাবীকে, সত্য নয় বলে প্রতিবাদ করায় আবু সুফিয়ান ওরফে নাঈম সরকার তার সন্ত্রাস বাহিনী দিয়ে মাহমুদুল হাসান মৃদুলকে খুর দিয়ে গালে জখম করে আহত করে। এ সময় মৃদুলের সাথে থাকা
নগদ ৫,০০,০০০ / -টাকা নিয়া যায় নাঈম ও তার সন্ত্রাস বাহিনী।
মৃদুল বলেন, আবু সুফিয়ান ওরফে নাঈম সরকার যে কোন সময় সুযােগে রাস্তাঘাটে আমাকে মারপিট করিয়া খুন করিবে বলিয়া ভয়ভীতি হুমকি দিয়া আসিতেছে । আমি আমার ব্যবসার কাজকর্ম শেষে ব্যবসায়িক নগদ ৫,০০,০০০ / -টাকা নিয়া বাড়ীতে যাওয়ার পথে ইং -১৩ / ০৫ / ২০২১ তারিখ সকাল অনুমান ১০,০০ ঘটিকার সময় সােনারগাঁ থানাধীন নয়াপুর কাঠালিয়া পাড়া সাকিনস্থ আলআমিন মেম্বার এর বাড়ীর সামনে রাস্তায় পৌছাইলে উল্লেখিত বিবাদী ও অজ্ঞাত নামা লােকজন নিয়া ওৎপেতে থাকিয়া লাঠিসােঠা, ধারালাে খুড় সহ চাকু , ছােড়া ও লাঠিসােঠা সহ বেআইনী জনতাবদ্ধে আমাকে পথরােধ করিয়া এলােপাথারী ভাবে মারপিট করিয়া আমার মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে । অজ্ঞাত নামা বিবাদীদের সহযােগীতায় হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধরালাে খুড় দিয়া আমার গলায় পােচ মারিলে উক্ত ধারালাে খুড়ের পােচ লক্ষভ্রষ্ট হইয়া আমার বাম চোখের বাম পার্শ্বে লাগিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত হয়। স্থানীয় লােকজনদের সহযােগীতায় আমি সােনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা গ্রহন করি ।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।