সোনারগাঁয়ের খবর

পীর হাবিবুজ্জামান আর নেই, প্রিন্সিপাল ড.ইকবাল ভূঁইয়ার শোক প্রকাশ

নিজস্ব সংবাদদাতা :


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রখ্যাত আলেমেদীন, মুফাচ্ছিরে কোরআন, তাফসিরকারক, খানক্বায়ে হাবীবিয়ার এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ হাবিবুজ্জামান পীর সাহেব(৮০) বার্ধক্যজনিত কারণে ১৫ ফেব্রূয়ারী বৃহস্পতিবার বিকাল ৪টার সময় মদনপুর বারাকাহ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোনারগাঁ উপজেলার আলেম সমাজের একজন নক্ষত্রের বিদায়ে গভীরভাবে শোক প্রকাশ ও দু’আ কামনা করছেন সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য বহুগুণগ্রাহী রেখে গেছেন। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা খংসারদী কবরস্থান মাঠে তার জানাজার নামজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তিনি ৬২ বছর উলুকান্দী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের ঈমামতি করেছেন। এ আলেমেদীনকে হারিয়ে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত নারী পুরুষ ভির জমায় মরহুমের বাড়িতে। এই আলেমের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন।

Related Articles

Back to top button