সোনারগাঁয়ের খবর

ইউনিয়ন ও পৌরসভা সীমান্তে চলাচল রাখতে সাঁকো সংস্কারের উদ্যোগ চেয়ারম্যান বাবু’র

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সোনারগাঁওয়ের মোগরাপাড়া এবং পৌরসভা এলাকার মধ্যবর্তী স্থানে খালের ওপর থাকা ভাঙা সাঁকো সংস্কার করে দুই অঞ্চলের মানুষের চলাচল স্বাভাবিক রাখতে চান মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। এ লক্ষ্যে বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি উপজেলার মল্লিকের পাড়া (চৈতি কম্পোজিট এর পিছনে) ও পৌরসভা এলাকার মধ্যে থাকা জরাজীর্ণ কাঁঠের সাঁকোটি পরিদর্শন করেন।

ওই দুই এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ভঙ্গুর এই সাঁকোটি দিয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থীসহ শতশত মানুষ প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করে। মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু’র বিষয়টি জানতে পেরে তিনি কালক্ষেপন না করে সাঁকোটি পরিদর্শনে যান এবং সাঁকোটি সংস্কার করবেন বলে আশ্বস্ত করেন।

Related Articles

Back to top button