২১ আগষ্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে সোনারগাঁ আ’লীগের মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
২১ আগষ্ট গ্রেনেড হামলায় দায়ীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এছাড়াও আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া করেছেন।
শনিবার বিকেলে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামীলীগের অফিসের সামনে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা, আওয়ামীলীগ নেতা তৈয়ব আলী, ফিরোজ্জামান মোল্লা, গাজী মুজিবুর রহমান, মাহবুবুর রহমান লিটন, নাসরিন সুলতানান ঝরা, যুবলীগ নেতা মাছুম চৌধুরী, কামাল হোসেন, আরিফ হোসেন, শ্রমিকলীগ নেতা মোখলেসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ রবীন প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ২১ আগষ্টে গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।