সংগঠন

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ” স্বপ্নের সোনারগাঁ ” এর মাস্ক বিতরণ ও সচেতনতা ক্যাম্পেইন

ফয়সাল ইবনে আমিন (বারদী ইউনিয়ন প্রতিনিধি), সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :

সারাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মাস্ক বিতরণ ও সচেতনতা ক্যাম্পেইন করছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ” স্বপ্নের সোনারগাঁ “।

আতঙ্ক নয়, সচেতনতায় মিলবে মুক্তি- এই শ্লোগান গেয়ে-গেয়ে, স্বপ্নের সোনারগাঁয়ের হলদে যোদ্ধারা মোগরাপাড়া চৌরাস্তা বাজারের মোরে মোরে মাইকিং করে স্বাস্থ্যবিধি সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টির ক্যাম্পেইন করা হয়।

স্বপ্নের সোনারগাঁ সংগঠনের এডমিন আরিফ নেতৃত্ব এই কার্যক্রমের অংশ নিয়েছেন সংগঠনের অন্যতম সক্রিয় সদস্য সোহাগ, বৃষ্টি, মারুফাসহ আরো অনেকেই ।

Related Articles

Back to top button