সোনারগাঁ

সোনারগাঁ টাইমস পত্রিকায় নতুনদের সাংবাদিকতার সুযোগ

সোনারগাঁ টাইমস ২৪ ডটকম : ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ এলাকা সোনারগাঁও থেকে প্রকাশিত নতুন ধারার অনলাইন পত্রিকা সোনারগাঁ টাইমস ২৪ ডটকম নতুন উদ্যমে, নতুন আঙিকে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

সোনারগাঁ টাইমস-এর পথচলায় সাংবাদিকতায় পুরোনো ও অভিজ্ঞদের পাশাপাশি নতুনদেরকে সুযোগ করে দিচ্ছে। সোনারগাঁওয়ের প্রতিটি ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় কলেজ ও অফিসের জন্য ডেস্ক রিপোর্টার নিয়োগ দেওয়া হবে।

নতুনদের ইন্টার্নি – বা ট্রেইনি রিপোর্টার হিসেবে কাজের সুযোগ থাকছে। সে ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ন্যুণতম এইচএসসি পাশ ও অনার্স পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। লেখালেখির প্রাথমিক ধারণা থাকতে হবে। সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা ও অফিসে নিয়মিত সংবাদ প্রেরণের মানসিকতা থাকতে হবে।

এলাকার চলমান ঘটনাবলী সম্পর্কে সম্মক ধারণা রাখতে হবে। নতুন নিয়োগ পাওয়াদের সোনারগাঁও টাইমস-এর পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। নিয়োগপত্র ও আইডিকার্ড প্রদান করা হবে। সেই সাথে সংবাদ সংগ্রহের জন্য রিপোর্ট অনুযায়ী টিএ/ডিএ’র ব্যবস্থা করা হবে।

আগ্রহীগনকে নিচের ইমেইল ঠিকানায়- পুর্নাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদন করার অনুরোধ করা হলো। মেইল:sonargaontimes24.com@gmail.com

প্রয়োজনে: ০১৬৩৫১২১১৫৩

Related Articles

Back to top button