সোনারগাঁ উপজেলার উপ-নির্বাচন; দলীয় মনােনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪ জন
নিজস্ব প্রতিনিধি, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নির্বাচন কমিশন ( ইসি ) ঘােষিত বিভিন্ন শূন্যপদের নির্বাচনের অংশ হিসেবে সোনারগাঁ উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর। নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনােনয়ন প্রত্যাশী ৬ জনের মধ্যে ৪ জন প্রার্থী দলীয় মনােনয়ন পত্র সংগ্রহ করেছেন।
রবিবার ( ৫ সেপ্টেম্বর ) রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে উপ – দপ্তর সম্পাদকের কাছ এ মনােনয়ন পত্র সংগ্রহ করেন।
মনােনয়নপত্র সংগ্রহের করেছেন, সােনারগাঁ উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান মােশারফ হােসেনের ভাই বিশিষ্ট ব্যবসায়ী মনির হােসেন, সােনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন।
এছাড়াও মনােনয়নপত্র সংগ্রহের সম্ভাব্য তালিকায় আছেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাড শামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহাফুজুর রহমান কালাম, জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।
এরআগে , ২২ জুলাই সােনারগাঁ উপজেলা চেয়ারম্যান মােশারফ হােসেন মারা গেলে নির্বাচন কমিশনের ৮৫ তম সভায় গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এই ভােট গ্রহণের তারিখ নির্ধারণ করেন।
সিসি এসএম আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক তফসিলে জানানাে হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর মনােনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৪ সেপ্টেম্বর দালিককৃত মনােনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ, ১৯ সেপ্টেম্বর প্রার্তীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ৭ অক্টোবর ভােট গ্রহণ হবে।