পুলিশ

সোনারগাঁয়ে ৫ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সােনারগাঁয় উপজেলার মােগরাপাড়া এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব -১১। অভিযানে ৫ জন জুয়াড়িকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, নারায়ণগঞ্জের মােঃ আমীর হােসেন ( ৩৭ ), মােঃ মুকুল হােসেন ( ৩৮ ), মােঃ শাহীন হােসেন ( ৪০ ), শ্রী নিকেশ চন্দ্র দাস ( ৩৯ ), লালমিনর হাটের মােঃ জহিদুল হক ওরফে জাইদুল ( ৩৮ )।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সােনারগাঁ থানার মােগরাপাড়া বাজারে (রমজান এর চায়ের দোকানের পিছনে) ফাকা ঘরের ভিতর থেকে গত ৩ জুলাই তাদের গ্রেফতার করা হয়।

এসময় জুয়া খেলার নগদ ৩১ হাজার ৬ শত ৫৫ টাকা এবং জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। র্যাব -১১ এর এএসপি (সিপিএসসি, আদমজীনগর) মােঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানাে হয়েছে।

র্যাব জানিয়েছে , একটি সংঘবদ্ধ চক্র সােনারগাঁ থানার মােগরাপাড়া বাজারে (রমজান এর চায়ের দোকানের পিছনে) ফাকা ঘরের ভিতরে বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনাে গােপনে আবার কখনাে কখনাে প্রকাশ্যে চলতাে এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লােক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতাে।

র্যাব আরাে জানায় তারা বেশ কিছু দিন যাবত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত জুড়িদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button