সংগঠন

সোনারগাঁয়ে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের কমিটি হস্তান্তর ও মমতবিনিময় সভা অনুষ্ঠিত

মাজেদ ভূঁইয়া, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন সোনারগাঁ উপজেলা শাখা কতৃক আয়োজিত “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই শ্লোগান কে হৃদয়ে ধারণ করে মমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সোনারগাঁ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করা হয়।

শনিবার রাতে সোনারগাঁ পৌরসভার একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই মমতবিনিময় সভা ও কমিটি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি এডভোকেট ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌসভার মেয়র প্রার্থী ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট ফজলে রাব্বি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী শাকিল রানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উল্লেখ্য ২০১৪ সালের ১ই জুলাই সেচ্ছাসেবী এই মানবিক সংগঠনটি যাত্রা শুরু করে এবং ৯ই জানুয়ারি বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে আনুষ্ঠানিক কাজ শুরু করে। সেফ দ্য ফিউচার ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাফি মোদ্দাসের রহমান খান জ্যোতি, প্রধান উপদেষ্টা মাশরাফি বিন মুর্তজা। সারাদেশের মানবিক যোদ্ধাগন সংগঠন কে বেগবান করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার মধ্যে সোনারগাঁ উপজেলা শাখার কার্যক্রমে কেন্দ্রীয় সংগঠন অনেক বেশি সন্তুষ্ট।

Related Articles

Back to top button