সোনারগাঁয়ে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুধঘাটা এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে শুক্রবার সকাল থেকে দিনভর তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মজিবুর রহমান ভূইয়ার ব্যবস্থাপনায় ও সার্বিক তত্ত¡াবধানে দুধঘাটা, কোরবানপুর, চাঁন্দেরচক ও মঙ্গলেরগাঁও গ্রামের তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন।
বিভিন্ন গ্রাম থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন, কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ কৌশিক আহামেদ লিখন, কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম, পল্লী মঙ্গল কর্মসূচীর পিএমকে এর কর্মকর্তা এম, এ সালেহ, আব্দুল মোতালেব প্রধান, বাবুল ভূইয়া, সুমন ভূইয়া, জসিম উদ্দিন, আবুল হোসেন, নূরে আলম, মুকুল ভূইয়া, ফারুক ভূইয়া, রোমা আক্তার, মেজু ভূইয়া, আসাদুল ভূইয়া, শরীফ হোসেন, রাজু ভূইয়া, রোমান ভূইয়া, আল আমিন, ইকবাল হোসেন ও জহির প্রমূখ।