নারায়ণগঞ্জের সােনারগাঁ উপজেলার আলগীর চর গ্রামের শাহিদা বেগম হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার বারদী বাজারে পাঁচটি গ্রামের কয়েক হাজার নারী – পুরুষ একত্র হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শাহিদার স্বামী জাহাঙ্গীর হােসেন বলেন, ৪ আগস্ট আলগীর চর গ্রামে জমি নিয়ে বিরােধে আমার স্ত্রীকে টেটাবিদ্ধ করে হাবিবুর রহমান ও তার সহযােগীরা হত্যা করেন।
ঘটনার ৮ দিন পার হলেও পুলিশ জড়িতদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন তিনি।
শাহিদার মেয়ে শারমিন আক্তার মায়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।