নির্বাচনের খবর
সোনারগাঁয়ে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিক বরাদ্দে অনিয়মের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাচন কমিশনার ইউসুফ উর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মোঃ মাজহারুল ইসলাম।
সদস্য পদপ্রার্থী মোঃ মাজহারুল ইসলাম বলেন, মোরগ মার্কার জন্য ৩ জন প্রার্থী আবেদন করলেও নির্বাচন কমিশনার ইউসুফ উর রহমান নিয়মবহির্ভূত উপায়ে ও দুর্নীতির মাধ্যমে টাকার বিনিময়ে বর্তমান মেম্বার জাহেরকে মোরগ মার্কা দিয়ে দেন।
নির্বাচন কমিশনার ইউসুফ উর রহমান বলেন, সিঙ্গেল প্রতিক হিসেবে মোরগ মার্কা চেয়েছেন একমাত্র জাহের মেম্বার। তাই নির্বাচনি বিধি মোতাবেক তাকে তা দেয়া হয়েছে। বাকি দুই প্রার্থী তিনটি প্রতিক চেয়েছেন। তাই তারা মোরগ প্রতিক পান নাই।