সোনারগাঁয়ে দুস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরন করলেন ইঞ্জি. মাসুম
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম:
নারায়ণগঞ্জের সােনারগাঁ উপজেলার পিরােজপুর ইউনিয়নের ২০ গ্রামের দরিদ্র অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসাসেবার ব্যয়ভার ও তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে তারই অংশ হিসেবে পিরোজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চেঙ্গাকান্দি গ্রামে ১৫০ জন দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরন করেন।
পিরােজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুমের ব্যক্তি উদ্যোগে পিরোজপুর, নয়াগাঁও, পাঁচানী, দুধঘাটা, চৌধুরীগাঁও, ভবনাথপুর, রতনপুর, কান্দারগাঁও, মঙ্গলেরগাঁও, ঝাউচর, নাগেরগাঁও, চেঙ্গাকান্দি, প্রতাবনগর, আষাঢ়িয়ারচরসহ ওই ইউনিয়নের ২০ গ্রামের অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসার জন্য এককালীন জনপ্রতি ৫ হাজার টাকা ও ঈদসামগ্রী হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শান্তি রাণী নামের এক নারী বলেন, এটি বিরল ঘটনা। মায়েদের চিকিৎসা ও খাদ্যের ব্যয়ভার বহন করে ইউপি চেয়ারম্যান আমাদের ধন্য করেছেন।
মাসুদুর রহমান বলেন, আমার সাধ্যমত যতদিন বেচে থাকি মা ও শিশু এবং দুস্থদের পাশে থাকব। এ ধরনের মানবিক সহযােগিতা অব্যাহত থাকবে।