নির্বাচনের খবর
সোনারগাঁয়ে জাপা চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র জমা
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়পার্টির মনোনীত ৪জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ ৩১ অক্টোবর রবিবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উল রহমানের হাতে তারা তাদের দলীয় মনোনয়নপত্র জমা দেন। এসময় প্রার্থীরা জানান, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয়পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। মনোনয়নপত্র জমা শেষে তারা সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে সামনে রেখে ৮টি ইউনিয়নের ৪টিতে জাতীয়পার্টির প্রার্থী দিয়ে জাতীয়পার্টি। এরা হলেন, শম্ভুপুরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আ: রউফ, বারদী ইউনিয়নে ইউপি সদস্য আবু দাইয়ান, জামপুরে আশরাফুল ভুইয়া মাকসুদ, সাদিপুর ইউনিয়নে আবুল হাসেন।