সোনারগাঁয়ে খাাদ্য পণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে বাসদ
নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
বিদ্যুতের দাম বৃদ্ধির ষড়যন্ত্র বন্ধ, বাজার নিয়ন্ত্রনে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীকে অপসারণ করে দ্রুত সয়াবিনতেলসহ খাাদ্য পণ্যের দাম কমানো ও গ্রাম শহরের সার্বজনীন রেশনিং চালুর দাবিতে মানববন্ধন করেছে বাসদ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা শাখা।
মঙ্গলবার (২৪ মে) বিকাল ৫টায় মোগড়াপাড়া চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সোনাারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন , বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ, সিপিবি সোনারগাঁ উপজেলা নেতা আব্দুস সাালাম বাবুল, বাসদ সোনারগঁাঁ উপজেলা শাখাার সদস্য ্আনোয়ার খান, বাসদ রূপগঞ্জ উপজেলার নেতা মো. সোহেল, সমাজতান্ত্রিক ছত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুন্নি সরদার, সাধারণ সম্পাদদক ফয়সাল আহমেদ রাতুল প্রমুখ।