নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনির উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান এর শুভ জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোগরাপাড়া তার নিজ বাড়ির অফিস সংলগ্ন মোগরাপাড়া বাজারে একে এম শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে মুহতামিম মুফতি দোয়া ও মুনাজাত করেন।
দোয়া ও মুনাজাত শেষে উপস্থিতিদের ও দুঃস্থদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী শাহ জামাল তোতা সাবেক মেম্বার মোগরাপাড়া ইউপি, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, যুবলীগ নেতা নাজমুল খাঁন শান্ত, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অর্ণি আলম, ছাত্রলীগ নেতা ওলিদ ওসমান, সজিব ওয়াহিদ, আমিরুল ইসলাম হৃদয় সহ মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷